রোদের শরীর ছিঁড়ে ফেলে ছায়া, যুদ্ধ হয়, হয়না কথা
নিরব শব্দের বোমা ফাটে রোদের মৃত্যুতে ছায়ার শরীর নাচে
কেউ রাখে না খোঁজ, জানে না রোদের কেমন ব্যাথা!


আমি রোদ হলে ভালো হতো কেউ জানত না তোমার কথা
চোখ বেয়ে ঝরত না হৃদয় ভাঙ্গার ব্যাথা!