মায়া থেকে ছায়া; গভীর ধ্যাণের অমিত ফসল অথবা ইচ্ছার খেল
কোথা হতে কেমন করে কেমন সুরে প্রাণবাদলের ঢল
                                 প্রেমের ভিতর প্রেমের আকার রূপের নানান ছল।


মন খেলে মনের ভিতর দুপুর রোদের বৃষ্টি
                 আলো খেলে দৃষ্টির ভিতর— আলো থেকে সব সৃষ্টি!