তিন রাস্তার মোড়ের ঝোপে একটি লাশ
গলায় কালসিটে দাগ
শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে হয়তো।
অন্য দশটি পথিককে অনুসরণ করে আমিও
দ্রুত বাড়ির দিকে পা বাড়ালাম-
যার মরার ফ্যাসাদ সে সামলাক!


তিনকড়ি দত্তের বাগানের ঝোপে একটি মরা-কাক
অগোছাল পালকের গোড়ায় আঘাতের ক্ষুদ্র চিহ্ন
কেউ মেরে দিয়েছে হয়তো।
কাকশূন্য এই গ্রামে সন্ধ্যার এই স্বল্পালোকে
দশ গ্রামের হাজারো কাকের উপচেপড়া ভীড়-
মায়া, চিৎকার, সংগ্রাম, বৃথা-প্রচেষ্টা।


ভাবছি-
ফের যদি জন্মাই, তবে কাক হয়ে জন্মাব!