শরীরের উৎসকোষ থেকে


উঠে আয় প্রিয় শব্দ বাংলা উচ্চারণে


আয় প্রিয় মাতৃভাষা মুখে


স্বরগ্রন্থি স্নাত করে অমৃতবর্ষণে।


শুয়ে আছি অচেতন চোদ্দ জন্ম ধরে


এই হাসপাতাল-শয্যায়,


মস্তিষ্ক’র মৃত্যুকীট পরাজিত করে


আয় বাংলা আমার জিহ্বায়।


আয় আমার কণ্ঠে উঠে আয়


যেন আমি জীবনের সখাকে আমার


বাংলা শব্দ উচ্চারণ করে


কিছু তো শোনাতে পারি এই শেষবার।


আমি তো তাদের মতো নই


মৃতবৎ যারা মাতৃভাষা-বিসর্জনে,


অর্ধমৃতা শুয়ে আছি, তবু


কণ্ঠস্বর ঋদ্ধ কর মাতৃভাষা বাংলা উচ্চারণে।



যারা বাংলা ভুলে গেছে আর


ভুলে যাচ্ছে প্রতিদিন বাঙালি সংসারে


তারা সব একবার শুধু


আসুক আমার মতো মৃত্যুর দুয়ারে।


তবেই বুঝবে তারা এই


বাংলা ভাষা কতখানি মধুবর্ষী; প্রিয়


অন্তর্যামী, শেষ চাওয়া শুধু


বাঙালি জননীগর্ভে পারো যদি, পুনর্জন্ম দিও।