দ্বীপবাংলায় আমরা সবাই বাংলার সন্তান -
শপথ নিলাম বাংলা-ই হবে আমাদের ধ্যানজ্ঞান।
বাঙালি কৃষ্টি বাঙালি মনন
ভরে থাকে যেন এই প্রাণমন
চলন-বলন যেন অনুখন বাংলায় পায় প্রাণ।


আমরা পেরেছি দেশের জন্য হেসে হেসে প্রাণ দিতে;
আমরা রেখেছি স্বাক্ষর জ্ঞানে, শক্তিতে, ভক্তিতে।
শৌর্য-বীর্য-শিক্ষামশাল
আমরা ভারতে জ্বালি চিরকাল
ফের দেব প্রাণ ভারতের হিতে এলে মা’র আহ্বান।


দেশকে স্বাধীন করার লক্ষ্যে বুকের রক্ত ঢেলে
বি-বা-দী, সূর্য, ক্ষুদিরাম, প্রীতি প্রাণ দিল অবহেলে
বাঙালির দেশপ্রেমের কাহিনি -
সেলুলার জেলে লেখা আছে, জানি
কত সংগ্রামী এই কারাগারে সয়েছেন অপমান।


বিশ্ব মেনেছে, যত ধন আছে বাংলার ভাণ্ডারে
সম-পরিমাণ কিছু নেই তার এ ভুবন-সংসারে
সংস্কৃতির শীর্ষে বাঙালি
কাকে ছাড়ি আর কার কথা বলি
বিবেক-সুভাষ-রবিকবিগুরু বাঙালি’র মহাপ্রাণ।