তোমরা যে যা-ই বলো ‘বাংলা’ আমার পরান
আজীবন গাইব আমি বাংলা ভাষাতে গান।
ক্ষতি নেই সে গান যদি না-শোনে ‘বিজ্ঞ’ মানুষ।
মৃত্যুর আগেও আমার থাকে যেন বাংলাতে হুঁশ।


বেজাতে বলছে, ‘পাগল, বাংলা দেয় কি খেতে ?
তাহলে বাংলা নিয়ে বাঁচা কোন আনন্দেতে ?‘
আমি কই, মার ভাষাতে কথা বলে তৃপ্তি যা পাই -
সেটাই অনেক বেশি আর সব ধানাইপানাই।


বাংলার গুবগুবি আর বাংলার বাউল গানে,
দোতারা, আড়বাঁশিতে কী জাদু, বিশ্ব জানে !
লালপেড়ে মা’র শাড়ি আর জুঁই-সাদা চাদর-ধুতি,
আজও কাড়ে সবা’র নজর ছড়িয়ে অতুল দ্যুতি।


বাংলার রবীন্দ্রনাথ বাংলার বীর ক্ষুদিরাম
বাংলার সুভাষ বসু আরও কত অজস্র নাম !
তাঁরা সব বাংলা ছুঁয়ে বাংলার বিজয়কেতন
ওড়ালেন বিশ্বে। এখন যারা ক্লীব, অর্ধচেতন
তারা কী মূর্খ, দ্যাখো - ভুলে গিয়ে বাংলা ভাষা,
হয়ে ওঠে পরপেখমী, বাংলার কীর্তিনাশা !


দূরে যাক ওসব আপদ দূরে যাক ওসব বালাই
এসো গাই পরান খুলে বাংলার তুলনা নাই।