সাগর-পাহাড় মন্দ্রিত যার মহামিলন গানে,
ধন্য আমি বাস করি সেই পুণ্য আন্দামানে।


এ দ্বীপভূমির মাটি জানে, জানে অ্যাবারডীন
ভূমিপুত্র আন্দামানীজ সতেরোই মে’র দিন
জীবনমরণ পণ করে এক সম্মুখসাক্ষাতে
বীরের মতো যুদ্ধ করে ব্রিটিশসেনা’র সাথে
শহিদ হয়েছিল, সেসব ইতিহাসই জানে।
ধন্য আমি বাস করি সেই পুণ্য আন্দামানে।।


শ’য়ে শ’য়ে ভারতমায়ের মুক্তিকামী ছেলে
দ্বীপান্তরের বন্দী ছিলেন এই সেলুলার জেলে।
মোহনকিশোর, উল্লাসকর, ইন্দুভূষণ রায় -
ব্রিটিশ দিল লোহার বেড়ি যাদের দামাল পা’য়।
আজকে ভারত স্বাধীন তাঁদের জীবন-বলিদানে।
ধন্য আমি বাস করি সেই পুণ্য আন্দামানে।।


জিমখানাতে সর্বপ্রথম বীর নেতাজীর হাতে
উড়েছিল ত্রিবর্ণ ধ্বজ মুক্তির হাওয়াতে।
কে ভোলে সেই তেতাল্লিশের তিরিশ ডিসেম্বরে
‘মুক্ত এ দ্বীপ শহিদ-স্বরাজ’ অগ্নিমন্দ্র স্বরে
জানিয়েছিলেন বীর নেতাজী স্বদেশী জয়গানে।
ধন্য আমি বাস করি সেই পুণ্য আন্দামানে।।