বাঁশি-সন্তুরে শোনা যায় কম হরি ও শিবের যুগলবন্দী,
দেশীয় গানকে মুছে দিতে আজ অনেকেই দেখি আঁটছে ফন্দি।
গান তো করে না ‘গাইয়ে’রা আর
আজ শুনি সব চিল-চিৎকার
বেসুরো, বেতালা, লয়হীন তাই ইচ্ছে করে না ওসবে মন দিই।


‘ভেজাল’ আজকে হয়ে গেছে সব যা কিছু ‘খাঁটি’র প্রতিদ্বন্দ্বী।
গান ‘ফান’ আজ; সহজ-সরল ‘কারাওকে’ আর ‘রিমেক’-বন্দী।
আজ আছে যেটা, ইরাজি ‘GUN’
শব্দ-দূষণে ঝালাপালা কান
কোথায় এখন গীটারের সুর; লঘুসঙ্গীতে বটুক নন্দী !