অরুণ আলোর ছটা ভোরের আকাশটাকে মাপছিল,
ঝুরঝুরঝুর শব্দে সবুজ গাছের পাতা কাঁপছিল।
গত দিনের যাপন-ফলে মগজ জুড়ে চাপ ছিল;
তবে, ফিকে হচ্ছিল সব, যত মনস্তাপ ছিল।
ভোরের আলোর মধ্যে যেন আশীর্বাদের ছাপ ছিল,
আশা এবং আকাঙ্ক্ষারও অনেকগুলো ধাপ ছিল।
বেশ কিছু দিন ধরে খাড়ি, সাগর-লহর ‘রাফ’ ছিল,
মৎস্যজীবীর মৎস্যশিকার ভীষণরকম ‘টাফ’ ছিল।
***
কিন্তু বোধহয় মানবজাতির কৃত কোনও পাপ ছিল,
নয়তো মহাকালের দেওয়া গুপ্ত অভিশাপ ছিল।
পূর্বাভাষে পূর্বদিকে ‘ইয়াস’-এর নিম্নচাপ ছিল -
তারই আবির্ভাবের ভয়ে দ্বৈপ মানুষ কাঁপছিল।
আসবে কখন ? কেমন গতি ? সবাই মিলে ভাবছিল।
এলে ‘ইয়াস’ বলবে কি সব, এ তো ‘তাউ’*-এর ‘বাপ’ ছিল !


* ‘তাউ’ = ‘তাউতে’ (taukte); সম্প্রতি পশ্চিম উপকূল জুড়ে ঘটে যাওয়া সাইক্লোন।