অজান্তে বিরতুলের রুদ্র


আখি দুটি ঝলমলে গাল খানা তারি
মুচকি হেসে কথা বলে
কথার মাঝে নেই যে তার কোন কারসাজি
অদম্য প্রতিভা আর নম্রতার লেশ
দুটো গুন তার মার মাঝে বিদ্য বেশ।
হাঁটার প্রবল ইচ্ছে চেয়ে তভুও যে হাঁটে না সে
সকাল হতে সন্ধ্যা পেরয় বই পড়ে সম সময়ে
সময়ের সঙ্গী  হয়ে রাত্রি ফুরিয়ে ফের ভোরের
সূর্য আলোক রশ্মি কাঁচের জানালা ভেদ করে
তার চোখের কোনে প্রতিফলিত হয়,
প্রতিফলনে তার চির চেনা সুন্দরর্য
বিকিরণ ঘটে তার ঘরের চারপাশে!
মিষ্টি মধুর চাহুনি তার
গাঙের নব ফোটা পদ্ম হার মানবে
ছোট কেশে লাগে দেখতে বড্ড ছেলেমানুষী
কখনো কেন যেন মনে হয় এক ভিনদেশী।
ফটো সূত্রে দেখেছি তারে তার চোখে মুখে ভাসে
এক নিষ্পাপ  চাহুনি!!
তার হাসি তার খুশি, তার চাওয়া তার পাওয়া
সবই যেন পায় পূর্নতা,
খোদার দরবারে আর্জি করি
বিরতুলের রুদ্র আজীবন থাকুক খুশি।