হাসির আফিমে ডুবছে মানুষ
তারা হাসিতেই যেন বেশ
মানুষ মরে মানুষ ডুবে
তভুও হেসে নাড়ায় মাথার কেশ
বিবেক বুদ্ধি কোথায় গেল?  
কোথায় হলো এর শেষ?  


সব কিছুতেই আজ মানুষ শুধুই হাসে
তাচ্ছিল্যের নাই শেষ,
কেউ দেখে না কারও অন্তর বেশ।
রাধাপদ সরকার কি ছিলো
হক কথা বলার দরকার?
কেন এই পীড়া মানুষ মনে
কেন এত হিংসা বিদ্বেষ।


মানুষ হয়ে জন্মে কেন দেই না
আসল মানুষের পরিচয়
কেন মানুষ হয়ে মানুষ  হারায়
একে অপরের সজন----?
অর্থ গরিমা আজ বেজায় চড়া
তাইতো গনতান্ত্রিক দেশে রাজার ভেড়া,
ফুড়ায়নি আজও জমিদারের বরকি,মেষ।


বুঝেও বুঝি না মুখে বলেই শেষ
মানুষ আজ ভুবছে হাসির আফিমে
মানবতা হারিয়েছে দেশ।


রচনা সময়কাল :৬ অক্টোবর ২০২৩
সকাল ১০ বেজে ৩১ মিনিট।


★ধন্যবাদ প্রিয় পাঠক ও পাঠিকাগণ।