ছোট এক জীবনে সামনে আসে
কত অচেনা-অজানা মুখ
তার সাথে জরিয়ে থাকে অল্পের গল্প  
ক্ষীণ ক্লান্ত জীর্ণশীর্ণ দেহে মানুষটা
অপেক্ষা করতে শুরু করে
শুনতে চায় তাদের অবয়ব
কারো সম্পর্কে অতি বেশি জানতে চাওয়া
নতুন মুখ গুলো আর একটি সময়ে নতুন থাকে না
তখন আর কেউ মানুষটাকে জানার আগ্রহ প্রকাশ করে না!
তভুও প্রচুর পড়তে হয়
বসন্তেই কী সকল জীবের বাসনা
কামনা,
যদি নাই হয়ে থাকে তবে কেন
সবাই এই নির্দিষ্ট কালে আকৃষ্ট?
আজ বসন্ত ভালো লাগে না
সব যেন ছুটে চলছে একঘেয়েমো
শুধু প্রকৃতিতেই নয়
প্রতিটি মানুষের জীবনেও উঁকি দিয়ে থাকে
বসন্ত।
প্রবল আগ্রহের সাথে খুজতে থাকা মানুষটা
একসময় অনাগ্রহের বিরহে প্রতীক
অচেনা থেকে চেনা,  
আবার একসময় আসে চেনা সত্যেও  বড় অজানা।
হন্তদন্ত হয়ে বারবার ফিরে তাকানো
সবই যেন এক নির্দিষ্ট আবেগে আক্রান্ত
রঙিন বাঁশির সুর যে আর এক সময়
রঙিন সাজ সেজে বাজে না,
সুর হারিয়ে পথভ্রষ্ট সময় যে আর
আগের মতো সুগম হয়ে ফিরে না
বসন্তে অবিনাশী নেই।