কত মানুষ গেলো এলো
তাই বলে কী সময় থেমে রইলো
রইলো কী হরিদার চোখে
মোটা কাচের চশমাটা
অধিক ধুলো জমে?


নতুন পাল উঠেনি  বলাইয়ের নাঁয়ে?
বলাই বেশ সুখেই আছে
ভাটিয়ালি সুর গলায়
হাতে নাঁয়ের বৈঠা নিয়ে


বিনু দাদার আজ বয়স
দিনকে দিন পেরিয়ে ষাট
তাই বলে কী তিনি
দুপুরে নামে না-
নামেন না পুকুর ঘাট?


মাষ্টারবাবু আজ অসুস্থ
তাই বলি কী তিনি -
হাতের নাগালে পান না
পায় না কী পত্রিকা?


বুড়িমা বুড়ো হারা
আজ বছর সাত
তাই বলে বুড়িমা
না খেয়ে কাটায় দিন রাত!?


শীতল সুত্রধর আজ পা ভাংগা
তাই বলে বন্ধ শীতলের হাট বাজার?
মিনুর তাসের ঘর আর জমে না
তাই বলে কি মিনুর মন খারাপ?


সময়ের সাথে সবই পাল্টে
সবি মেলে খাপাখাপ
শুধুই মেলে না একে অপরের
প্রতি ভ্রান্ত ধারনা-
তাই কখনো পরের ওপর
নিজেকে নিরর্ভশীল কর না
দিন ফুরালো আমিই আমার


ডানদিক -বামদিক চাহিবার
কিছু নাই, কিছু নাই--
তাই মন আপন প্রানে চল
ওরে মন আপন কথা বল!


রচনাকাল: ১৯ সেপ্টেম্বর ২০২৩।
ধন্যবাদ প্রিয় বন্ধুরা।