পাপ বিদ্ধ মনের আঁচড়,
সহানুভূতির বুকে,
কোরা কাগজের শূন্যহীনতায়,
কালী হীন কলমের সংসার।


খোলা বাতাসে ভেসে বেড়ায়,
লাঞ্ছনার পূর্বাভাস,
প্রগতির সাথে তাল মেলাতে,
মনুষ্যত্ব হারিয়েছে গতি।


জনহীন পথে নীরবতা পালন,
চাপা পড়ে যায় কোলাহলের পদতলে,
সূর্যোদয়ের আগাম সুর আঁধারের জলসায়,
নিরুদ্দেশ প্রভাতের মেঘালয়ে।


প্রতিদিন লক্ষ লক্ষ নরমুণ্ড,
মেতে ওঠে সাফল্যের তাণ্ডব নৃত্যে,
স্বাধীনচেতা চেতনা শেকলবন্দি পিঞ্জরে,
ভ্রাতৃত্বের বুকে হিংসার ছুরি।


আলেয়ার জ্যোতি প্রতিদিন হারাচ্ছে উজ্জ্বলতা,
অনাহারের ক্রমশই বাড়ছে ক্ষুধা,
ধর্মযুদ্ধের মহাসাগরে,
উষ্ণতা কোনদিন ছিলোনা।।