আকাশের বুকে তেরঙ্গা পতাকা
        উড়বে আজ দেশময়
দিকে দিকে আজ ভাসে গান
       ‘বন্দেমাতরম’, ‘ভারতমাতা কী জয়’।


ছাব্বিশে জানুয়ারী ভারতবাসী আজও
        পূণ্য দিবস মানে
বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে
       ফুলের মালা আনে।


ভেদা-ভেদ ভুলে দেশবাসী
       সকল বোন ও ভাই
এসো অমর-শহিদ বীরের প্রতি
       নিজ নিজ শ্রদ্ধা জানাই।


অমর হয়ে আছেন, থাকবেন
       মনের মনিকোঠায়
তারা নিজের জীবন বলিদান করে
       দেশবাসীর মুখে হাসি ফোটায়।


ওনারা সারাজীবন অমর হয়েই থাকবে
        মৃত্যু ওনাদের নেই
ওনারা ঘরের সন্ধ্যা প্রদীপের মত
        সারা জীবন জ্বলবেই।


বিনয়-বাদল-দিনেশ-কানাই-আজাদ
        বাঘাযতীন,প্রফুল্ল চাকী,সূর্য সেন
বালগঙ্গাধর তিলক, ক্ষুদিরাম
        যারা বীরের মত প্রাণ দেন।


প্রীতিলতা,কনকলতা,মাতঙ্গিনী,লক্ষীবাই
          চারু-শান্তি-সুনিতির কথা
ভুলবনা যারা জীবনের বিনিময়ে
          দেশবাসীকে এনে দিয়াছিল স্বাধীনতা।


গান্ধীজী ছিলেন জাতির জনক, নরমপন্থায়
          অসহযোগ আন্দোলন করেন
সুভাষচন্দ্র-ভগত সিং চরমপন্থী হয়ে
          ফৌজ, বিপ্লবী গড়েন।


বীরঙ্গনা বীর বিপ্লবীদের কথা
         ভুলতে কি কেউ পারি
সকলের প্রতি শ্রদ্ধায় মাথানত
         আজ ছাব্বিশে জানুয়ারী।



রচনাকালঃ ০৩/০১/২০১৫