সকলেরই ক্ষুধা আছে
ক্ষুধা এড়ানো যায় না
জীবন শুধুই ক্ষুধায় ভরা।
আমরা সাধারনত খাওয়ার
চাহিদাকেই ক্ষুধা বুঝি।
অন্য ক্ষুধা, দেয় না ধরা।
ভালোবাসার অন্য নাম কি ক্ষুধা?
অবশ্যই প্রতিদানে ভালোবাসা
ফাগুন চাওয়া তার কাছে।
কবিতা লেখার ক্ষুধা কবির
চিত্র শিল্পীর আঁকার ক্ষুধা ছবির।
শিক্ষকের ক্ষুধা শিক্ষাদানে
চাতকের ক্ষুধা আছে বারিতে।
রাধার জন্য কৃষ্ণ ক্ষুধার বাঁশিটি বাজায়
ফুলে ফুলে, অক্ষরে অক্ষরে ক্ষুধার বিবরণ সাজায়।
ফুল ফুটুক না ফুটুক সদা জাগ্রত বসন্ত ক্ষুধার্তের দেশে
অনুভূতির আঙিনায় ক্ষুধার্ত হৃদয় দুটি মেশে।



রচনাকালঃ ১৭/০১/২০১৫