শীতের সন্ধ্যায় ঝোড়ো হাওয়ার দাপাদাপি
তোমার আদরের অভাবে একা-একাই কাঁপি।
খেজুর গাছে উপছে পড়া রসের হাঁড়ি
এমন দিনে তোমায় ছেড়ে থাকতে পারি?
থর থর কাঁপছে শীতের শরীর টলমল
তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা প্রবল।
শীতের রাতের গরম লেপ-কাঁথা
মনে পড়ে তোমার গভীর ভালোবাসা।
প্রবল শীতেও খুশির হাওয়ায় উদ্দীপিত ফুসফুস
উষ্ণতা ও আদর পেলে অশান্ত মন হবে খুশ।
গাছে গাছে ফুলের সাজে সেজেছে রং বাহারে
বার্তা এসেছে ঝরে যাওয়ার বসন্ত দূতের কাছে।
পৌষ-মাঘ শীত কালে মন থাকে অশান্ত
ফাগুনের শুরু মানেই পড়ে যায় বসন্ত।
ফাগুন হাওয়ায় হাওয়ায় গানে ভাসে হৃদয়
কোকিলের মিষ্টি সুরে মাতাল হয় প্রাণ।



রচনাকালঃ ২০/০১/২০১৫