যত ইচ্ছে অপমান করো
আমি মুখ বুজে সহ্য করবো
যত ইচ্ছা আঘাত করো
যন্ত্রনায় কাতর হয়ে থাকবো।
আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করো
বুক ভরা ব্যাথা নিয়ে
চোখের জল ফেলবো।
কলঙ্ক যদি দাও আমায়
মাথা পেতে নেবো।
যত ইচ্ছা ভুল করো
কথা দিচ্ছি পাথর হয়ে যাবো
কোন প্রতিবাদ করবো না।
দাঁতে দাঁত চেপে সহ্য করবো
জীবনের শেষ দিন পর্যন্ত।
বিদায় কালে শুধু একবার-
বলবো তোমাকে ও ঈশ্বরকে
একবার সব কিছুর ‘বিচার করো’।



রচনাকালঃ ১৪/০৮/২০১৩