যেদিন অতৃপ্তি বুকে নিয়ে
        ছেড়ে যাব ধরাধাম
সেদিন তোমার বুকে বাজবে
        বারে বারে আমার নাম।


আমার মনের মনিকোঠায়
        ছিল তোমার বাসা
বুঝবে তুমি একদিন ঠিক
        মনে ছিল কত আশা।


আশায় যেমন বাঁচে চাষা
         আমিও বেঁচেছি আশায়
একদিন ঠিক কঠিন হৃদয়
        গলবে ভালোবাসায়।


অপূর্ণ স্বপ্নের গাঁথা মালায়
         লেখা এই কবিতাখানা
অতৃপ্তি মনের ক্ষত-বিক্ষত চিহ্নে
         গেঁথেছি অক্ষরমালা।


এজন্মেতো পারিনি ভাঙাতে ভুল
          তবুও ফুটিয়েছি ফুল
তব অংশ ধারন করেছি গর্ভে
          হৃদয় ফুলেছে গর্বে।


সকল বাধন ছিড়ে ফেলে
         যেতে হবে পরপারে
জন্মান্তরে যেন আসি ফিরে
         প্রিয়া হয়ে তোমারই ঘরে।


ধরায় ফিরে পূর্ণ করবো
         অতৃপ্তি মনের তৃপ্ততা
মনের আশা ও ভালোবাসা পেয়ে
          নব জীবন পাবে পূর্ণতা।



রচনাকালঃ ১৮/০১/২০১৫