যে যায় হারিয়ে যায়
তাকে যায় না পাওয়া।
ঈশ্বরের এটাই নিয়ম
একদিন সবাইকে যেতে হবে
যখন আসবে সময়।
তবু কী গভীর দুঃখে
অপরুপ শূন্যতায়
সবখানে খুঁজি তাকে।
সে কেন চলে গেল
তার আত্মা কোথায়,
সেকি ভূত হয়ে গেছে
নাকি স্বর্গে বাস করছে
সবই মরিচিকার ধূ-ধূ।
হারিয়ে গেছে পরিচিত মুখ,
মনে শুধুই শূন্যতা
পাইনা কোথাও খুঁজে
থেকে যায় শুধু স্মৃতিটা।
যে হারাবার সে হারাবে
স্মৃতিকে আকঁড়ে হবে বাঁচতে।



রচনাকালঃ ১২/০২/২০১৫