সকালে পূবদিকের জানলা খুললে
মুখে এসে পড়ে এক মুঠো আলো
দূরের মাঠের শেষে আকাশ মিশেছে
বাড়িঘর, গাছপালা স্পষ্ট দেখতে পাই
মেঘের ভিতর থেকে ঠিকরে বেরিয়ে
আসছে লাল রঙের উজ্জ্বল তপন,
সারাদিন রোদের আলো দিতে থাকে।


যখন সন্ধ্যা নামে পূবের জানলাটা
বন্ধ করি তখন অন্ধকার ঘিরে ফেলে
সবই কেমন বদলে যেতে থাকে
কোন কিছুই স্পষ্ট দেখা যায় না
সবার ভিন্ন ভিন্ন রুপ দেখা যায়।
রাতের জানলাটা খুলতে ভয় হয়
বাইরের দিকে তাকালে সব হারিয়ে যায়।


এই বদলের মাঝে তোমাকে চেনা যায় নির্ভুল
সব বদলে যায় শুধু বদলে যাও না তুমি।



রচনা কালঃ ১৭/০২/২০১৫