‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’
এমন বিশ্বাস মানুষের মনে
সযত্নে লালিত হৃদ স্পন্দনে।
মানুষ যেমন ঈশ্বরে বিশ্বাসী
তেমনি আবার ভূত-প্রেত বা
বিজ্ঞানের উপরেও আশাবাদী।
বদলে যেতে পারে মানুষ নিজে
পরিবেশকেও বদলে দিতে পারে
পোষাক- আশাকের মতই।
তবুও কুসংস্কার, তুক- তাকের
উপর অন্ধবিশ্বাসে মানুষ বাঁচে
যদি কিছু মেলে না গিয়ে তর্কে।



রচনা কালঃ ১২/০২/২০১৫