রোজ সকালে চোখ মেলে দেখি
তোমার ও মেয়ের মিষ্টি মুখ
কয়েক বছরের একই অভ্যাসে
পায় যেন অনেক খানি সুখ।


সারাদিন কতশত কাজের চাপ
হাসি-ঠাট্টা, ঝগড়া- অশান্তি
খাওয়া-ঘোরা এবং রাতে ঘুমতে যাওয়া
আবার সকালে ঘুম ভেঙে চোখ মেলা।


রোজ কত মানুষ অনাহারে অনাদরে
টিকে থাকার জন্য ধনীদের আশেপাশে ঘোরে
অক্ষম শরীরটাকে টেনে নিয়ে চলে
অনিশ্চিত জীবিকার বা কাজের সন্ধানে।


ছোট হোক, দীন হোক, তবু তাদের
মাথা তুলে দাঁড়াবার কি অফুরন্ত প্রয়াস।
অন্ন-বস্ত্রের সংস্থানের জন্য তাদের লড়াই
ছেঁড়া-ময়লা বস্ত্রে এসে দাঁড়াই পরিচ্ছন্নের সামনে।


রোজ চোখ মেলে সুখের ছবি দেখার পরেও
এত দুঃখ দারিদ্রের করুন চিত্র দেখতে হয়
আমার সুখের দূর্বলতার মতই আসুক
তাদের জীবনেও সুখের সুন্দর মুহুর্ত।


এইসব দেখি আর মনে মনে ভাবি
পৃথিবীটা গোল ও নিয়মিত ঘুরছে
আর সকল মানুষ টিকে থাকার জন্য
প্রতিনিয়ত অবিরাম সংগ্রাম চলছে।



রচনা কালঃ ১৭/০২/২০১৫