আমি লিপ্ত ঘরের কাজে
       তুমি ভিন রাজ্যে
তোমার সঙ্গে কথা হয়
       মোবাইলের মাধ্যমে।


দিনে কথা রাতে কথা
       তবু মেটেনা আশ
আমাদের প্রথম দেখা হয়েছিল
       সেদিন চৈত্র মাস।


চৈত্রতে দেখাশোনা
       বৈশাখেতে বিয়ে
সুখ-দুঃখে কেটে গেল
       ছয়টি বছর নিয়ে।


ভিন রাজ্যে গেলে তুমি
       নাটক, মাইম পরিবেশনে
হিমসিম খাচ্ছি আমি
      একা সংসার সামলাতে।


মেয়ের আবার সকালে স্কুল
         সঙ্গে আঁকা নাচ
শ্বাশুড়ীর ফোড়ন টিপ্পুনিতে
        মাথা ঘুরছে দিন-রাত।


একা একা সারাক্ষন
        ঘুরছি চারিদিকে
ফিরে এসে তাড়াতাড়ি
        রিলিফ দাও আমাকে।


এই ক’দিনে একটি কথা
        বুঝে গেছি আমি
তুমি ছাড়া আমি যেন
        মণি হারা ফণী।


তোমার আমার সর্বসময়
        চলে মান-অভিমান
দু’জনের দু’জনকে ছাড়া
        চলা অসম্ভব।



রচনাকালঃ ২৫/০২/২০১৫