ভালোবাসার সমুদ্রে স্নান সারব বলে
সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম
সৈকতের কিনারায় শুকোতে দিলাম সুখ
কারন সুখটা ভিজে স্যাঁতস্যেঁতে।
আবেগ ভাবনা সব বুকে বন্দী করে রাখা।
সুখটা শুকালো না কেন, আমি কি
ঠিক করে শুকোতে দিতে পারিনি
নাকি সৈকতের আবহাওয়াই স্যাঁতস্যেঁতে।
আমার কি ভালোবাসার সমুদ্রের জলে
স্নান করার ইচ্ছাটা খুব ভুল ছিল
নাকি ভাগ্য বিধাতা আমার কপালে
এ স্নান লেখেনি জন্মের পর ষষ্ঠ রাতে।



রচনাকালঃ ২৮/০২/২০১৫