মেয়ের আজ প্রথম স্কুলে পরীক্ষা
তাই ভয়ে ভয়ে স্কুলে গেল
সকলের আশির্বাদ নিয়ে
নালন্দার মন্দিরের মাটি কপালে দিয়ে।
স্কুলে যাওয়ার আগে বারে বারে
মা আমি পারবো তো, ঠা আমি
পাশ করবো তো,বাবা আমি ভুলে
যাবো না তো একটু আশির্বাদ কোরো
ছোট্ট মেয়ের শুধু পাকা পাকা কথা।
সবার মনে একটু টেনশান থাকলেও
সকলেই মেয়েকে সান্তনা দিয়ে পাঠালাম।


স্কুল থেকে ফিরে সে মেয়ের কত গল্প-
সাবাইকে ডেকে ডেকে বললো,
জানো স্কুলের পরীক্ষা খুব ভাল হয়েছে
আমি সব বলতে ও লিখতে পেরেছি,
আর আন্টি আমাকে গুড গার্ল বলেছে।
আর জানো মা আমার একটা বন্ধু আছেনা-
ও সব পারেনিতো তাই আটকে রাখতে চেয়েছিল।
পরীক্ষার গল্প বলে আনন্দে আটখানা হতে থাকে,
মেয়ের অন্তত ভয়টা একটু কমেছে
এটাই অনেকখানি আশা এগিয়ে যাওয়ার।



রচনাকালঃ ০৯/০৩/২০১৫