আমাদের সকলকেই তিনি পাঠিয়েছেন
আবার সময় মত ডেকে নেবেন নিজের কাছে।
তিনি প্রতিটি মানুষের জন্য এঁকে দিয়েছেন
আলাদা আলাদা বৃত্ত বা নির্দিষ্ট পথ
চূণ ছড়িয়ে সারি টেনে দিয়েছেন-
এই মহাশূন্যের নীচের ময়দানে।
যে পথ সোজা তার কাছে পৌঁছবে।


আমাদেরকে তিনি গর্ভধারিনীর মাধ্যমে
তার কোল থেকে মায়ের কোলে নামিয়ে দেন।
আর তখন থেকেই শুরু হয়ে যায় চলা
আপন বৃত্তে বা নির্দিষ্ট কক্ষপথে।
যেন দৌড় প্রতিযোগিতার সারি,
আমরা সবাই প্রতিযোগি আর তিনি
হুইসেল বাজালেই আমাদের দৌড় শুরু।


দৌড়াতে দৌড়াতে কেউ সোজা পৌঁছে যায়
আবার কেউ পথ ভুলে অন্য পথে যায়
যারা পথ হারায় তাদের হাত-পা
পঞ্চ ইন্দ্রিয় কাজ করেনা অকেজো হয়
তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়- সে
কিভাবে, কেন পথ হারালেন বা কি কি
করলেন, কোন জবাব মিলবে না।


তাদেরকে তিনি পথ চলার জন্য কিভাবে
প্রথম,দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি করবেন  
তাহলে কি পরীক্ষার খাতায় শুধুই শূন্য ?
এত দৃশ্য-বর্ণ- গন্ধ-অনুভব সব বৃথা।
আমরা ‘আমিত্ব’ টাও ভাল বুঝলাম না?
তবুও সকলের জন্য আলাদা কক্ষপথ থাকবে
ও আমাদের সে কক্ষপথে চলতেই হবে।



রচনাকালঃ ২৮/০২/২০১৫