মেয়েদের কই মাছের প্রাণ
দাঁতে দাঁত চেপে লড়ে যাই
জীবনের শেষ নিঃশ্বাস তক।
খেয়ে না খেয়ে, মাঠের কাজ
ঘরের কাজ, বাচ্চা পালন
সঙ্গে কত রকম অশান্তি।
তবুও তাদের প্রাণপাখিটি
সহজে যায় না উড়ে ফুড়ুৎ করে।
তাদের মনের উপর গড়ে তোলে
প্রতিরোধের তীহ্ম আবরণ
যে কোন প্রতিকূল অবস্থাতে।
কই মাছের মতই নুন ছড়িয়ে ভাজা
প্রথমে বাবা-মা,পরে স্বামী-শ্বশুর-শ্বাশুড়ী
শেষে সন্তান সন্ততীদের দ্বারা।
ভীতরে ভীতরে ছটফট করতে করতে
নিস্তেজ হয়ে যাবে একদিন না একদিন
মানব রুপী এই কই মাছের প্রাণটি।



রচনাকালঃ ০৪/০২/২০১৫