সন্ধ্যে হলে চারিদিকে ঝিঁ-ঝিঁ পোকার ডাক
সঙ্গে জোনাকির আলোর ঝিকি-মিকি।
বেশ ভাল লাগে সেই মুহুর্তটা,
কান ঝালাপালা করলেও বেশ লাগে।


আচ্ছা ঝিঁ-ঝিঁ পোকারা কি বলতে চায়
ওরা কি আমাদের প্রকৃতির খবর দেয়
ওদের নিজস্ব ভাষায়
যা আমাদের কাছে নিতান্তই দুর্বোধ্য।


আর জোনাকির আলো সেটা কিসের ইঙ্গিত-
সন্ধ্যে বেলা গাছে,বাগানে,বনে,জঙ্গলে জোনাকির  
আলো জ্বলে জ্বলে উঠে আলোকিত করে নাকি
জোনাকির আলো নিভে নিভে যায় বুঝিই না।


আমি নিজের মনে মনে এসব চিন্তার অজস্র
আঁকি-বুঁকি টেনে চলেছি প্রতিনিয়ত
তবুও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি না
তাহলে কি আমি কোন প্রলাপ বকছি।



রচনা কালঃ ১১/০৩/২০১৫