বসন্ত কালে বাসন্তী পূজা
মনে জাগায় আশা
দূর্গা মাতার বাসন্তী রুপে
মর্ত্য ধামে আসা।
বাসন্তীদূর্গা দেবীর এবার
দোলায় আগমন।
৫টি দিন পরে দেবী
গজে করবেন গমন।
ফল শস্যপূর্ণা বসুন্ধরা
যা দেবীর আশির্বাদ।
সকলে থাকবে দুধে-ভাতে
কেউ হবে না বরবাদ।
বাসন্তী পূজার ষষ্ঠীর দিন
সীতা মাতা করেছিলেন ব্রত।
যে ব্রত এখন সকলে পালে
অশোকষষ্ঠী বা স্কন্দষষ্ঠী বিধিমত।
বাসন্তী পোজা আবার
রাম-নবমী নামে পরিচিত।
রামানুজ সম্প্রদায়ের মতে
শ্রী শ্রীরাম জয়ন্তী
মতান্তরে বরাহ জয়ন্তী বলে।
বাসন্তীদূর্গা পূজা বাঙালী তথা
সকলেই নিষ্ঠা ভরেই পালন করে।
শুধু মায়ের আশিষ পাবার তরে
ছোট বড় সবাই পূজায় মাতে।


রচনা কাল ঃ২৩/০৩/২০১৫