ছলনা ছলনা ছলনা
চারিদিকে শুধুই ছলনা,
ভালোবাসাও আজ ছলনা।
আমি বিশ্বাস করি-
ছলনা দিয়ে ভালোবাসা
কখনো টিকতে পারে না,
তাসের ঘরের মতই
একটু হাওয়ায় ভেঙে যাবে।
তাই আমি আমার ভালোবাসা
ছলনা দিয়ে পেতে চায়নি।
আজও চাইনা, ভবিষ্যতেও
চাইবোনা আশা রাখি।
প্রতিটি রাতে দুঃখ চেপে
শুধুই বালিশ ভেজে
জানতে পারেনা কেউ।
এমনকি যাকে ভালোবাসি
পাশে থেকেও জানে না।
মাঝে মাঝে ভাবি-
বাঁচাটা কি বেকার হয়ে গেল,
তবু ছলনার আশ্রয় নেবো না।



রচনা কালঃ ১১/০৩/২০১৫