আমার স্মৃতিতে বন্দী হয়ে আছে
     কিছু পুরানো স্মৃতি, যা থাকে সাথে।
         তোমার আমার ক্ষনিক বেশ
     নয়নে নয়নে জড়ি আবেশ
তাকিয়ে ছিলাম কেমনে।


সেই চোখ , সেই মুখের ভাষা
     সেই দৃষ্টি, ফোনের মাধ্যমে
          শোনা কণ্ঠস্বর কতই মিষ্টি।
     আজও ভেসে ওঠে নিশি দিন
যত ভাবি তত বেশি সমুখে আমার।


সেই তুমি, সেই মায়া চোখ
      তাকিয়ে আছো আমার পানে
           সেই চাহনিতে ছিল প্রণয়াবেশ
      তোমার বর বেশে মালা- বদল
ফোনে কথা বলা বদলে কন্ঠের আদল।


পলে পলে দিন যায়
     রাত যায়, মাস যায়
          বৎসর যায়, আনে কত
     সুখ-দুঃখ, হাসি- ঠাট্টায়
শীত-গ্রীস্ম-বরষা ফুরায়।


আরো কত স্মৃতি আছে জীবনে
       সব মুছে যায় তবুও মোছে না
            আমাদের স্মৃতি, হাতের আঙুল, স্পর্শ
       সেই চোখ-মুখ, খুনসুটি সেই
কোন গভীরতায় তাকিয়ে থাকার শেষ নেই।



রচনাকালঃ ১১/০৩/২০১৫