অশান্তির জীবনে
শান্তির খোঁজে
ঘুরি পথ- ঘাট।
খুঁজে ফিরি তাকে
মেলে না তবুও
শুধুই হতাশা।
জীবনটা কাটতে থাকে
জীবন্ত নাটক-অভিনয়ে
যায় না পাওয়া প্রশংসা।
পথে পথে কাঁটা বিছানো
ফুটতে থাকে পায়ে
হয় রক্তক্ষরণ।
পথে ঘুরে ঘুরে
মনকে শান্ত করে
ফিরি যবে ঘরে।
দেখি মনের ভেতরে
একটা ঠান্ডা হাওয়া
শরীরকে শীতল করে।
ফিরছে ভালোবাসা
মনের যত আশা
বুঝলাম তখনই-
শান্তি খুঁজে পাওয়া
নাহি যায়, সে
থাকে মনের গহিনে।
আপন নীড়ে
আপন ভালোবাসার
মানুষের কাছে।


রচনা কালঃ ১১/০৩/২০১৫