মাঝে মাঝে স্পষ্ট বুঝতে পারি
ঘন কালো মেঘ বাধা বাধছে সংসারে।
প্রবল গতিবেগে ঝড় আসতে চলেছে
তাই ঝোড়ো হাওয়া ছুঁয়ে গেল কাঁধ।
ছায়া-আবছায়া কিম্বা ঘোর অন্ধকারে
ঢেকে যাচ্ছিল সবার উজ্জ্বল মুখগলো।
যে আমার সব থেকে প্রিয় মানুষ
সেও এই অন্ধকারে হারিয়ে যাচ্ছে।
তাকে ধরে রাখি শক্ত হাতে শক্ত করে
প্রাণপনে চেষ্টা করি বিপদ আটকাবার।
কিন্তু কেন পারিনা সব সামলাতে    
ঝড়ের ফলে সমস্ত ক্ষতি হয় আমার।
ঝড়ের মত কিছু মানুষের নিঃশ্বাসও
আমার ক্ষতি করার চেষ্টা করে থাকে।
আমি স্পষ্ট বুঝতে পারি তবুও সব
বিপদ আমার উপর দিয়েই যায়।


রচনা কালঃ ০৭/০৩/২০১৫