আমি যতদিন বাঁচবো তুমিও
আমার সাথে সাথেই থাকবে।
হয়তো শেষের দিকে তোমার
তেজ, শক্তি কম হয়ে যাবে।
আর যদি একদম ঠিক থাকো
তবে আমার মৃত্যুর পর তুমি
অন্য কারো জীবনে আলো দেখাবে।
তুমি আমার খুব কাছের –
আমার দুঃখের দিনে তুমি থাকো
আমার দুঃখে অঝরে জল ঝরাও
যেন আমার কষ্টই তোমার কষ্ট।
আবার সুখেও তুমি জ্বল জ্বল
করে ওঠো মুখের উজ্জ্বলতা নিয়ে।
আমার শুভ-দৃষ্টির সময়ও তুমিই
তার দৃষ্টির দিকেই তাকিয়ে ছিলে।
আমি আর নতুন করে কি দেখাব-
সবই তো তোমার জন্যই।
তুমি তো আর কেউ নও, তুমি
আমার প্রিয়তম “চোখ”।



রচনা কালঃ ১৯/০৩/২০১৫