পাক ধরেছে ভালোই
চুলে, বয়সে ও মনে।
অথচ সে কথা বিশ্বাস
করেনা তার জীবনে।


             সে নিজেকে মহীয়সী
             সমাজের শ্রেষ্ঠ ভাবে।
             তার যা কিছু কথা,
             ভাবনা সবই সঠিক।


সে জ্ঞান দিতে ভালোবাসে
যে জ্ঞানের ছিটেফোঁটা
নিজে মানে না, সবাইকে
বলে মানো মানো মানো।


               সে নিজে সন্তানদের প্রতিনিয়ত
               বাজে কথা, অভিশাপ দিচ্ছে অথচ
               অন্যকে বলে কেমন মা হয়েছ
               সন্তানকে মারো, গাল-মন্দ কর।


সে নিজেকে ঈশ্বরের মতই ভাবেন
তাই সবাইকে অভিশাপ, আশির্বাদ
করার অধিকার প্রাপ্ত ভাবেন আর
সবাইকে পাপী ভাবে।


               সে নিজে কষ্ট করেছে নাকি খুব
               তাই অন্যের সুখে থাকা পছন্দ নয়।
               অন্যরাও কষ্ট করেই খাবে
               এটাই তার মনের ভাবনা।



রচনা কালঃ ১৮/০৩/২০১৫