বসন্ত মানে ফাল্গুন- চৈত্র।
      বসন্ত মানেই ঋতু।।
বসন্ত মানে পলাশ ফুল।
     বসন্ত মানেই দোল।।
বসন্ত মানে ফাগুন হাওয়া।
     বসন্ত মানেই কোকিল কলতাল।।
বসন্ত মানে শান্তিনিকেতন।
     বসন্ত মানেই রবি ঠাকুরের গান।।
বসন্ত মানে বাসন্তী পূজা।
     বসন্ত মানেই রাম- নবমী।।
বসন্ত মানে তারকেশ্বর ধাম।
     বসন্ত মানেই নীল পূজা।।
বসন্ত মানে গাজন মেলা।
     বসন্ত মানেই চড়ক পূজা।।
বসন্ত মানে অশোক ষষ্ঠী।
     বসন্ত মানেই নীল ষষ্ঠী।।
বসন্ত মানে পাকা কূল।
     বসন্ত মানেই কাঁচা আম।।
বসন্ত মানে রং মেখে।
     দেল নাচ গ্রামে গ্রামে।।
বসন্ত মানে ঋতুর শেষ।
     বসন্ত মানেই বছর শেষ।।
বসন্তের হাওয়া মনে মেখে।
      নতুন বছরকে আপন করে।।



রচনা কালঃ ২৪/০৩/২০১৫