লিখলাম আমার নতুন কবিতা
প্রাণভরে আনমনে দেখতে থাকলাম
আমার শততম সৃষ্টিকে।
কবিতাটিকে রঙীন করে রাখতে
তুলে নিলাম রং-তুলি।


তুলিটা হটাৎ  থেমে গেল-
মনে প্রশ্ন জাগলো
কেন নতুন কবিতা আর
কেনই বা তাকে রঙীন করে
আমার মনের আবেগ দিয়ে
সাজিয়ে তুলি শব্দ অলঙ্কারে।


কোথায় যেন হারিয়ে গেলাম
সঙ্কা পেয়ে চারিদিকে তাকাই
বুঝি এটা আমার মনের খিদে।
তারপর! তারপর তুলির নতুন টানে
নতুন রঙে রাঙিয়ে তোলা।


আমার এক একটা সৃষ্টি
এক একটা নতুন ছবি।
কোনটি নদীর, কোনটি জীবনের,
কোনটি সত্যের , কোনটি স্বপ্নের।
এ’সব ছবির কাছে হার মানে
লাখ লাখ টাকার কেনা সুখ।


আমার এই তুচ্ছ সৃষ্টি
জীবনের অন্য নাম রাখে
ঘাটে ঘাটে বাঁধা হয়
অকথিত জীবনের কত গাঁথা।
রঙীন রঙীন মিষ্টি স্বপ্নেরা
কেবল ঘুরে ঘুরে ফিরে আসে
জলের মত কলকলিয়ে কথা কয়।


আমার মনের মত, নতুন রঙে
নতুন আবেগে, নতুন চেতনায়
নতুন মূল্যবোধে-
তুলি হাতে উঠে আসে।



রচনা কালঃ ২৬/০২/২০১৫