এস হে বৈশাখ এস এস......
এ গান বাজিয়ে বাজিয়ে বৈশাখকে
এনেই ছাড়ল বাঙালী মানুষ।
এবার বোঝ কত ঠেলা, সামলাও
পচা ভেবসা গরম, তপ্ত দুপুর
সঙ্গে কালবৈশাখীর ঝড়- বৃষ্টি।


পয়লা বৈশাখ মানে নববর্ষ আরম্ভ
নতুন জামা-কাপড়, ঘর সাজানো
পায়েস- মিষ্টি আর বড়দের প্রণাম।
লহ্মী-গনেশ পূজা, ভগবতী পূজা
হালখাতা মহরৎ ,নতুন খাতা পূজা
আর থাকবে পুরানো বছরের কত স্মৃতি।



রচনা কালঃ ১৫/০৪/২০১৫