সূর্য আমাদের থেকে  কতশত দূরে
তবু তার আলোয় সবাই আলোকিত।


গাছ থাকে দূরে তবু তার পাতার হাওয়ায়
আমরা কেঁপে কেঁপে উঠি, শীতল হই।


পাহাড়ের উঁচু চূড়া আমাদের মাথাকে
উঁচু করে দেয়, এক বিস্ময়ের হাতছানি আছে।


আকাশ- ধরার মাঝে কত দূরত্ব তবুও
দূরে তাকালে মনে হয় আকাশ ধরায় মিশেছে।


চাঁদ-তারা-অন্ধকার-শীত-গ্রীস্ম-বর্ষা এরা সবাই
কোন না কোন ভাবে আকৃষ্ট করে ছুঁয়ে যায়।
এরাও যেন ভালোবেসে আমাদের জড়িয়ে
রেখেছে এক সুন্দর বন্ধনে কত কত কাল।
মনের ভীতর এদের অস্থিত্ব অনুভব করি।


ভালোবাসার মানুষ যেমন কাছে না থাকলে
তার গন্ধ-স্পর্শ-অস্থিত্ব-টান বেশি করে
ধরা দেয় সমুদ্রের ঢেউয়ের মতই।


কাছে না থাকলেও সবকিছুকেই ভালোবাসা যায়
নিঃসঙ্গ আলোর মতো, নিঃশব্দ স্রোত।



রচনাকালঃ ১৭/০৩/২০১৫