কারো সঙ্গে কারো সম্পর্ক
গড়তে অনেক অনেক সময় লাগে
কত খোঁজ-খবর, দেখা- শোনা
ভাবনা-চিন্তা, তারপর আয়োজন
আরো কত কিছু তার কিনারা নেই।
এগুলো সব সামাজিক সম্পর্ক
কিন্তু মনের সম্পর্ক গড়তে কতশত
মুহুর্ত, ভালোলাগা, ভালোবাসা প্রয়োজন।
এসবের পরে কারো কারো সম্পর্ক
গভীর মজবুত, কারও কারও পলকা।


কিন্তু এই সম্পর্ক গড়তে কত কাঠ-খড় পোড়ানো
আর ভাঙতে সময় নেয় এক লহমায়।
এর উদাহরন ঢের ঢের আছে সমাজের বুকে
যেসব নিয়ে আলোচনা থাক না আজ।
সম্পর্ক গড়ার জন্য শুভ মুহুর্ত, শুভ আশির্বাদ
শুভ জিনিস-পত্র কত কিছু প্রয়োজন।
কিন্তু যখন ভাঙে তখন অকারনে কত খুনসুটি,
অশুভ সবকিছু উপস্থিত হতে থাকে।
সম্পর্ক ভাঙতে থাকে প্রতি ক্ষনে ক্ষনে
আর দুটি হৃদয়ের রক্তক্ষরণ হয় গোপনে।



রচনা কালঃ ১৩/০৩/২০১৫