কয়েকশো মাইল দূর থেকে একটা
ফুল দিয়ে সাজান গাড়ি
ছোট- বড় পথ বেয়ে
আসছে আসছে
          আসছে তো আসছে
                    কত যে সময় লাগছে
যেন কত প্রহর
তবুও আসছে গাড়িটা
ক্রমশ আমার-ই দিকে।


আর আমি বধু বেশে
বসে আছি সেজে-গুজে
সাজানো গাড়িতে বর বেশে থাকা
তোমার অপেক্ষায়
           অপেক্ষা আর অপেক্ষা
                      সময় কাটতেই চায় না
অপেক্ষার অবসান ঘটিয়ে
তোমার আমার শুভ দৃষ্টি
মালা- সিঁন্দুর দান।


আজ আট বছর পূর্ণ হয়ে গেল
তবু মনে হয় এই তো সেদিন
সব কিছু চোখের সামনে
ভাসতে থাকে
           ভেসে ভেসেই
                    কেটে গেল এই আটটি বছর
বাকি বছরগুলো কাটুক সুখে-দুঃখে
তোমার সাথেই এই আশির্বাদ
চাই সকলের কাছে।


রচনা কালঃ ১৫/০৪/২০১৫