হটাৎ  এ আমার কি হোল রে
খাট থেকে টলে পড়ে যাচ্ছি কেন
কিছুতেই সামলাতে পারছি না তো।
মেয়ে খাটেই খেলা করছিল তাই ভাবলাম
ও বোধহয় দেওয়ালে পা দিয়ে ঠেলা দিয়ে
খাটটাকে নাড়াচ্ছে আর আমি দুলছি।
বললামও কি রে সোনা পা দিয়ে
ঠেলা দিয়ে খাট নাড়াচ্ছিস নাকি, কিন্তু
ওর ঠেলায় খাট থেকে আমি পড়ে যাবো।
ভেবে খাট থেকে নেমে বাইরে বেরিয়েও
আমার সমস্ত শরীর টলছে ও মাথা যেন ঘুরছে
তখন ভাবলাম আমার মাথা ঘুরছে নাকি ভূকম্প
মনে সন্দেহ হল- ভাবলাম পুকুরের জল
একবার দেখে আসি তো কাঁপছে কিনা আর
তখনই সোনার বাবার ফোন-
তোমরা সবাই ঠিক আছো তো, নাকি ওখানে
কিছুই হচ্ছেনা, আমার এখানে বেশ কম্পন
চেয়ারে থেকেই পড়ে যাচ্ছি,বসে থাকা যাছেনা।
উনি সিঁথির মোড়ে ভোট বুথে ডিউটিতে আছেন
তাই একটু বেশি চিন্তা করছেন বাড়ীর জন্য
আর সন্দেহ গেল বুঝলাম যে ভূমিকম্প হচ্ছে।
কিছু পরে খবরে জানতে পারলাম আমাদের দেশ
ক্ষতিগ্রস্থ হলেও নেপাল প্রচন্ড ক্ষতিগ্রস্থ হয়েছে
ক্ষনিকের তান্ডবে ধ্বংস কত প্রাণ কত মূল্যবান সম্পদ।


রচনা কালঃ ২৫/০৪/২০১৫