পাঁচটি বছর পূর্ণ হল
        আমার ছোট্ট সোনা মা।
ভেবেই গা শিহরে ওঠে
        প্রসব দিনের কথায়।
এর মধ্যেই কেটে গেল
        পাঁচটি বছর কেমন করে?
এই তো সেদিন হামা দিল,
        হাঁটল ছোট- ছোট পায়
কথা শিখল আদো গলায়
        হেসে বেড়ায় সারা বাড়িময়।
হাসি- খেলার দিন বুঝি
        এবার হবে ক্ষান্ত
পড়াশুনা, গান-বাজনায়
         মন দিতে হবে ব্যস্ত।


পাঁচ বছরের জন্মদিনের
        অনেক তার আবদার
সবাইকে ডেকে কেক কাটবে
        আশির্বাদ নেবে সবার।
কেক, লজেন্স, বেলুন, টুপি
        এসব বাবার কাছে চায়
মায়ের কাছে স্পেশাল চাওয়া
        একটা ছবি সমেত লকেট যেন পাই।
যথা সম্ভব সব আবদার
        পূরণ করেছি আমরাও
এমনি করেই কাটুক সোনার
         শতধিক জন্মদিনের পাওয়া।
গুরুজন ও ঈশবরের আশির্বাদ
         পড়ুক ঝরে পুস্পবৃষ্টি রুপে
এটাই মোদের চাওয়া।