অনেকদিন পরে আবার
ফিরে এলাম আসরে
এই কবিতা কবি বন্ধুদের
প্রতি আমার ভালবাসারে।
মৌলীদি ও রুমাদির কথা
প্রিয়ার ফোন করা এসব
ভালোবাসার অনেকখানি টান
বহ্নিশিখা আসরে ফিরেছে
রেখেছি তাদের কথার মান।
বই মেলায় গিয়ে পালাম খুজে
বহ্নিশিখার  অস্থিত্ব
স্বপ্নপ্রিয়ার ফোন পেয়ে
আমি হয়েছি যে আপ্লুত।
চাইছি ক্ষমা তাদের কাছে
মনে রেখেছো ক্ষুদ্র প্রয়াসকে
তাদের ডাকেই সাড়া দিয়ে
ফিরে এলাম এই আসরে।
এখন থেকে সময় করে
আসব আসরে মাঝেমধ্যে
সবার থেকে অনেক কিছু পাবো
এই আশা ভরসা নিয়ে।


রচনাকালঃ ০৫/০২/২০১৬