ওঁ
নম
শিবায়।
উপবাসী
নরনারীর
চারটি প্রহরে
চারটি বার পূজা
করার নিয়ম আছে।
দুগ্ধ, দধি, ঘৃত ও মধু
দ্বারাই স্নান করাতে হয়।
ব্রতের দিন সারারাত্রি জেগে
পরদিন ব্রতকথা পড়ে – শুনে
ব্রাক্ষন ভোজন ও দক্ষিনা দিয়েই
পারণ  করলে  শিব  প্রসন্ন হবেই
তাই শ্রেষ্ঠ ব্রতই শিব- চতুর্দ্দশী ব্রত ।



রচনাকালঃ ০৭/০৩/২০১৬