পুঞ্জি গুল আজ আর হয়না
নানু বাড়ি ও আজ কাল যাওয়া হয়না,
কাদি কাদি কারি থাকত সারা বাড়ি
কখনও এ পুঞ্জি কখনো ও পুঞ্জি
নানু নিয়ে বসতো গল্পের ঝুরি
অরুন বরুন কিরন মালা আমরা সাপ খেলা দেখাই
গল্প চলতো সারা রাত গল্পের সেস নাই।
উঠানে উনুনের আলে কতো আলু পুড়িয়েছি কালে
প্রভাতের আরালে দেব দেবি নামে
কতো দেবি কতো পুজারি
গল্প চলে সারা বাড়ি
এ যে মোর নানুর বাড়ি।
নানুর সাথে দিলাম আড়ি
নানু যে মোর সপ্নের বাড়ি।
বাড়ি আছে, গাড়ি আছে,
ও বাড়িতে নেই নানুর ছায়া
খা খা করে বুকের ভেতরের মায়া
ডুকরে ডুকরে কেঁদে উঠে,
নানি যে মোর না হাঁসে।
অপেক্ষায় থাকে এক খানা মুখ
কবে যাবে তার কাছে এটাই যেন সুখ।
এইতো সেদিন সবাই ছিল
বৈঠক ঘড়ে হৈচৈই পরল,
নদীতে নাকি বান উঠেছে
সস্তায় নাকি মাছ পরেছে
বড় মামার তাই কেজি দরিকায় চাই,
ছোট মামা উঠত বলে চল ভাই যাই,
গল্পের কুনো শেষ নাই।
আজ আর নানু নেই
তাই বৈঠক ঘড়ও নেই
হৈচৈই ও নেই।
সবাই চলে যাবে কালের গর্ভে
আমরাও যাব অকালে,
হয়তো কোন এক কালে
আবার বসবে নানুর গল্পের ঝুরি
হয়তো আমারই হবো সেই বুড়বুড়ি...।।