সময়ের ঘড়ি ছুটে চলে আজ অব্দি
অদ্ভুদ এক মায়া বৃক্ষ জন্মেছিলো
লতানো কান্ড শাঁখা বৃক্ষ মূল
যার অষ্টেপৃষ্ঠী জোরানো ছিলো এক বৃক্ষে তৃণলতা.
আজ চক্ষুদ্বয় খুলিয়া দেখি
ভুলিতে বসিয়াছো নিজেরো বাসা
এ তোমার কেমন ভালোবাসা .
সেই পুরোনো ঘ্রান রেখে যাওয়া পদচিন্ন
রাতের সড়কের ছিন্নভিন্ন ল্যাম্পপোস্ট
রেখে যাওয়া স্মৃতির বাঁকে ,
আজও জ্বলজ্বল করে পুরোনো স্মৃতিমাখা
কাব্যগাঁথা সেই দিনের কথা,
সময় ছুটে চলেছে এক গন্তব্যহীন স্টেশনে .......