মাঝ দরিয়ায় এখন পূর্ণিমা রাত্রি,
কোথাও কেউ নেই শুধু,
আমি একা যাত্রী।  


দূর দিগন্ত রেখায় ক্ষনে ক্ষনে বিজলি,
আমার অবুঝ মন তুই
একা একা ভিজলি।


উত্তাল ঢেউ ওঠে দমকা বাতাসে,
তারা গুলো নিভে গেছে  
মেঘে ঢাকা আকাশে।


সামনের পথ এখন বৃষ্টিতে ঝাপসা,
নদীর একুল ওকুল    
এখন পুরপুরি আবছা।


থমকে গেছে সব যাত্রীর কোলাহল,
আমার লেখার খাতার  
শেষের পাতায় চোখের জল।