সকাল বেলায় হাঁটতে গিয়ে উসঠা তুমি খাও,
কে জানে বাবা, এই বয়সেই অক্কা কখন পাও।
সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায় ঘর গিয়েছে ভরে,
বুঝবে সেদিন, যেদিন তুমি ভুত হবেতো মরে।
মধ্য বয়সেও এত বেশি খাচ্ছ তুমি মদ,
লোকটা তুমি বেহিসেবি, ভীষণ ভারি বদ।
চোখের নিচে কালি আর চামড়া গ্যাছে ঝুলে,
বুঝবে একদিন বদ অভ্যাসই ছিল সকল মূলে।
আমিতো ভাই ওসব কিছু ছেড়েছি সেই কবে,
ভাবছি আমি, তোমার কবে বোধের উদয় হবে।
যখন আমার শেষ পেয়ালায় লম্বা একটা চুমুক,
তখন তোমার সদুপদেশের প্যাচাল তবে থামুক।